আপনজন ডেস্ক: ২০১৭ সালে নতুন এক উদ্যাপনে সবাইকে চমকে দিয়েছিলেন লিওনেল মেসি। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে জার্সি খুলে সামনে মেলে ধরে উদ্যাপন করেছিলেন আর্জেন্টাইন তারকা। মেসির সেই আইকনিক উদ্যাপন গতকাল রাতে তুরিনে ফিরিয়ে এনেছিলেন ব্রাহিম দিয়াজ।জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে ৫৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন এসি মিলানের স্প্যানিশ মিডফিল্ডার। এরপর জার্সি খুলে সামনে তুলে ধরে উদ্যাপনে মাতেন দিয়াজ। এ সময় সতীর্থের কাঁধেও চড়ে বসেন এই মিডফিল্ডার। জার্সি খুলে এমন উদ্যাপনের জন্য অবশ্য হলুদ কার্ড দেখতে হয়েছে দিয়াজকে। এটা হয়তো ভালো লাগেনি মিলানের কোচ স্তেফানো পিওলির। ক্যামেরার সামনেই দিয়াজকে বকাঝকা করতে দেখা গেছে তাঁকে। কিন্তু বেচারা দিয়াজ আর কী করবেন! গোল করে এমন উদ্যাপনের শখ যে তাঁর সেই ছোটবেলা থেকে। এত দিনে সেই শখ পূরণ করেছেন দিয়াজ। তবে দলের স্বার্থে পরবর্তী সময়ে জার্সি খুলে এমন উদ্যাপন আর করবেন না বলে জানিয়েছেন। ম্যাচ শেষে দিয়াজ বলেছেন, ‘আমি যখন ছোট ছিলাম, এভাবে গোল উদ্যাপন করার স্বপ্ন দেখেছি। আজ (গতকাল) এটা করতে পেরেছি। আমি এর আগে স্পেৎসিয়ার বিপক্ষেও চেষ্টা করেছিলাম। কিন্তু কালাব্রিয়া আমাকে জার্সি খুলতে দেয়নি। এমন উদ্যাপনের কারণে আমাকে একটি হলুদ কার্ড দেখতে হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct