আপনজন ডেস্ক: বিশ্বমানবতার মুক্তির দিশারী শেষ নবী হযরত মুহাম্মদ আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া সাল্লামের পৃথিবীতে আগমন এবং বিদায়ের দিনটি স্মরণে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে সারা দেশে। দুনিয়ার প্রতিটি মুমিন-মুসলমানের সমস্ত আবেগ-অনুরাগ প্রানোৎসারিত ভালোবাসা আর উচ্ছ্বাসে একাকার হওয়া প্রাণ-মন-মনন আকুল করা দিন আজ। উৎসবের রোশনাই ঘেরা বারোই রবিউল আউয়াল। আজ থেকে প্রায় সাড়ে ১৪শ' বছর পূর্বে আইয়্যামে জাহেলিয়তের ঘনঘোর তমসা ছাওয়া ৫৭০ খৃস্টাব্দের সুবহে সাদেকের সময় জাজিরাতুল আরবের মক্কা নগরীর সম্ভাস্ত কুরাইশ বংশে মা আমেনার কোল আলো করে ’ত্রিভূবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়...। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন নবী দিবস উপলক্ষে একটি বিবৃতি জারি করে বলেছেন, ‘এই বিশেষ দিনে আমি দেশের সকল নাগরিক সহ মুসলিম ভাই ও বোনেদের নবী দিবসের শুভেচ্ছা জানাই। আসুন আমরা নবীর জীবন ও আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করি এবং সমাজের সমৃদ্ধি এবং দেশে শান্তি ও সম্প্রীতির উন্নয়নে কাজ করি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct