সুব্রত রায়, কলকাতা, আপনজন: আগামী ১১ অক্টোবর থেকে নিউমোনিয়ার নতুন ভ্যাকসিনের চতুর্থ পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে রাজ্যে। কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে ওই পরীক্ষামূলক গবেষণা শুরু হবে বলে জানা গিয়েছে। মূলত ১৮ বছর বয়সী থেকে ৪৯ বছর বয়সী পর্যন্ত স্বেচ্ছাসেবকদের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে।প্রসঙ্গত এর আগে সারা দেশ জুড়ে ছয় সপ্তাহ থেকে ১৭ বছর বয়সী এবং পঞ্চাশোর্ধ্বদের শরীরে ‘প্রেভনার ১৩’ নামের নিউমোনিয়ার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। এর পরেই ২০২১ সালের মে মাসে ১৮ থেকে ৪৯ বছর বয়সীদের উপরেও নিউমোনিয়া ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেয় ডিসিজিআই। জানা গিয়েছে, ভারতে মোট পাঁচটি হাসপাতালে এই ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে। মোট ২০০ জনের উপরে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। বাংলায় একমাত্র স্কুল অব ট্রপিক্যাল মেডিসি-কেই বেছে নেওয়া হয়েছে ট্রায়ালের জন্য। এই ট্রায়ালে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হয়েছেন চিকিৎসক শান্তনু মুন্সী। স্বেচ্ছাসেবকদের কাউকেই প্লাসিবো দেওয়া হবে না বলেও গবেষকরা জানিয়েছেন।
বাংলায় এই গবেষণার ফেসিলিটেটর স্নেহেন্দু কোনার জানান, এর আগে সারা দেশে ছয় সপ্তাহ থেকে ১৭ বছর বয়সীদের উপর এবং পঞ্চাশোর্ধ্বদের উপরে ‘প্রেভনার ১৩’ নামের ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, বিশ্বের অন্যান্য জায়গায় গবেষণার তথ্যের সঙ্গে এই প্রতিষেধকের নিরাপত্তা সংক্রান্ত তথ্যের মিল রয়েছে। এরপর গত বছর ‘ডিসিজিআই’ এর তরফে ১৮ থেকে ৪৯ বছর বয়সীদের উপরেও ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেওয়া হয়। ভ্যাকসিন প্রয়োগের পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবকদের শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে কি না তা নথিভুক্ত করা হবে বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct