সুব্রত রায়, কলকাতা, আপনজন: সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে জেরা করতে মরিয়া ইডি । কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবেদন ছিল, জরুরি শুনানি করা হোক। প্রয়োজনে আজ রাতেই হোক শুনানি। সেই আবেদনের প্রতিলিপি পাঠানো হয়েছিল সায়গলের কাছেও। তবে ইডি’র আবেদন নাকচ করল আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন ছিল, নিজেদের হেফাজতে নিয়ে সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার। তবে সেই আবেদন নাকচ করেছে আদালত। বিচারপতি জানিয়েছেন, আগামী মঙ্গলবারেই হবে শুনানি। উল্লেখ্য, গত ৮ অক্টোবর গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, শুক্রবার সায়গল হোসেনকে গ্রেফতার করার পর তাঁকে আসানসোল আদালতে তুলেছিল এনফোর্সমেন্ড ডিরেক্টরেটের আধিকারিকরা। ওই দিন সায়গল হোসেনকে দিল্লি নিয়ে জেরা করার আবেদন জানায় ইডি। কিন্তু আসানসোল আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদন খারিজ করে দেয়। এরপর নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। এরপর ফের আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। নাকচ হল ‘জরুরি শুনানি’র সেই আবেদনও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct