সুব্রত রায়, কলকাতা, আপনজন: এই নিয়ে রাজ্যের মসনদে তৃতীয়বার আসীন মমতা’র সরকার। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রতিশ্রুতি ছিল, লক্ষ্মীর ভাণ্ডার। ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ড্রিম প্রোজেক্ট শুরু হয়েছে। বর্তমানে এই প্রকল্পে সাধারণ মহিলারা পান মাসে ৫০০ টাকা। আর তফসিলি সম্প্রদায়ের মহিলারা পান প্রতিমাসে ১০০০ টাকা। তবে এই প্রকল্পেই সুবিধাভোগীরা পেতে পারেন আরও বেশি টাকা। সূত্রের খবর এমনটাই।চলতি বছরে দুর্গাপুজোয় ৫০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। সেই টাকার একটা অংশ জনকল্যাণমূলক কাজে লাগানো হতে পারে। জানা গিয়েছে, এই প্রকল্পের প্রাপকদের আরও ২৫০ টাকা করে অতিরিক্ত দেওয়া হতে পারে। অবশ্য এই নিয়ে এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একটি তথ্য জানা গিয়েছে,দুর্গাপুজোয় আগামী বছর লেনদেনের টাকা দ্বিগুণ করার টার্গেট নেওয়া হয়েছে। মানে, আগামী বছরে টার্গেট ১ লক্ষ কোটি টাকার। অন্যদিকে, গত ৮ অক্টোবর থেকেই আধিকারিকরা করছেন ‘ওয়ার্ক ফ্রম হোম’। পুজোর ছুটির পর আগামী ১২ অক্টোবর থেকে ফের খুলবে সরকারি দফতর। তবে তার আগে থেকেই সরকারি আধিকারিকদের ঘরে বসেই করছেন কাজ। নবান্নের নির্দেশে সচল বিভিন্ন পরিষেবা। আগামী ১১ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি। তারপর ১২ অক্টোবর থেকে ফের শুরু হবে জোর কদমে কাজ। ২-৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল ই-অফিস সার্ভার। তবে তা ফের খুলেছে গত ৮ অক্টোবর মানে শনিবার থেকে। ওই দিন থেকেই ফাইল পাশ করানোর কাজ শুরু করেছেন আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct