বিশেষ প্রতিবেদন, বসিরহাট, আপনজন: ইসলাম ধর্মের শেষ নবী বিশ্ব শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন উপলক্ষে সমগ্র বিশ্বজুড়ে যথাচিত মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব নবী দিবস। রবিবার বসিরহাট আমিনিয়া মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদকে সম্মান জানিয়ে শান্তি মিছিল ও একগুচ্ছ কর্মসূচি রূপায়িত হয়।
হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর বারো তারিখে আরব দেশের মক্কা নগরীতে আবির্ভূত হয় বিশ্ব শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এঁর।পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত। রবিবার উঃ চব্বিশ পরগনা জেলার বসিরহাটে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন মানবতার মূর্ত প্রতীক,বিশ্বশান্তির আহবায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী আমাদের কাছে শিরোধার্য। তাঁর দেখানো পথ ইসলাম প্রেমী মানুষজন অনুসরণ করে চলেন। তিনি বলেন ইসলাম কখনো অশান্তি হিংসা বরদাস্ত করে না। তাই সকল মানুষের উচিত শান্তি,সম্প্রীতি,সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে চলা। এরকম অনুষ্ঠানের মধ্যে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর কথা মানুষের মধ্যে প্রচার করে ইসলাম ধর্মের প্রকৃত তাৎপর্য তুলে ধরার মধ্যে দিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই মহান কাজ বলে তিনি মনে করেন। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন আমি নিয়ে সিনিয়র মাদ্রাসা সুপারেন্টেন্ড শহীদুল ইসলাম,আবু সুফিয়ান সহ সম্পাদক- বসিরহাট আমিনিয়া মাদ্রাসা,মেসকাতুর রহমান বিশিষ্ট সমাজসেবী জাহির হোসেন সরদার,- সম্পাদক বসিরহাট অমিনিয়া সিনিয়র মাদ্রাসা, মোঃ বাকিবিল্লাহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা ও এলাকার অসংখ্য মানুষজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct