আপনজন ডেস্ক: মার্কিন সামরিক হুমকি উপেক্ষা করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। রবিবার সকালে মাত্র ৬ মিনিটের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং, বলে জানিয়েছে তাদের প্রতিবেশী দেশ জাপান।গত ২৫ সেপ্টেম্বরের পর সপ্তম দফায় এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো পিয়ংইয়ং। একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে ওয়াশিংটন ও টোকিওর নিরাপত্তা স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে। ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো মার্কিন সামরিক হুমকির বিরুদ্ধে ‘নিয়মিত ও আত্মরক্ষামূলক’ব্যবস্থা, পিয়ংইয়ং তেমনটিই দাবি করছে বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল।যদিও এর একদিন পরই দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো কিম জং উন প্রশাসন। এদিনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো জানিয়েছেন, দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছেছিল। যেগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে আছড়ে পড়ে। এরমধ্যে প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটে আর দ্বিতীয়টি এর ৬ মিনিট পর উৎক্ষেপণ করা হয়। এ ব্যাপারে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরই মিত্র দেশ ও অংশীদারদের সঙ্গে শলাপরামর্শ শুরু করা হয়েছে। এসব একান্ত আলোচনায় পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘অস্থিতিশীল প্রভাব’ গুরুত্ব পাচ্ছে। যদিও তোশিরো ইনো জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে পতিত হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর ধরন কেমন ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এগুলো সাবমেরিন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল কি না, সেটাও নিশ্চিত করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct