জীবনের পদাবলী
আজিবুল সেখ
জীবন সে তো কবেই মারা গেছে
আমরা কেউ বেঁচে নই
বাঁচার অভিনয় করছি মাত্র।
বাঁচার মাপকাঠিতে জীবনের মান নির্ণয় হয়,
আসলে বাঁচা মরার লড়ায়ে আমার লটকে আছি।
বাঁচার নাম জীবন নয়,
বরং জীবনকে উৎসর্গ করাই জীবন।
মরার পরেই প্রকৃত জীবন বেঁচে থাকে
হাজার হাজার বছর........,
জীবন্ত জীবন আসলেই ঠিক করে যায়,
মরার পরে আমরা কতদিন বাঁচব!
জীবন বাঁচার জন্য নয়;
প্রকৃত মরার জন্যই প্রতিটি জীবনের আবির্ভাব ঘটে,
সাথে প্রাদুর্ভাব ঘটে মিথ্যা মায়া, লোভ লালসা
আর আকাঙ্ক্ষার।
প্রকৃত মরার জন্যই প্রতিটা জীবনের জন্ম হয়,
তবুও জীবনকে কুক্ষিগত করে গেলাম,
জীবনকে বিলিয়ে দিতে পারলাম না!
জীবনের প্রকৃত উদ্দেশ্য বাঁচা নয়,
জীবনের প্রকৃত উদ্দেশ্য আকাঙ্ক্ষিত মৃত্যু.....
মৃত্যুতে জীবনের ষোলকলা পূর্ণ হয়,
জীবন জীবনের জন্য, জীবন-মৃত্যুর জন্য।
জীবন মৃত্যু, সত্য চরাচরে......
বাকি সব জীবনের রঙ্গমঞ্চে ফুটে ওঠা নাট্যভিনয় মাত্র;
আর নীরব দর্শকের ভূমিকায়
অবতীর্ণ হয় প্রতিটা মৃতপ্রায় জীবন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct