সুখে আছি
আসগার আলি মণ্ডল
রোজ-ই দেখি গাঁয়ের ঝিলে
শাপলা-শালুক ফোটে
রাখাল বালক হাঁকিয়ে গরু
মাঠের দিকে ছোটে।
মাছরাঙাটা গাছের ডালে
সবার নজর কাড়ে
মাঝে-মাঝে খেয়াল মতো
ঠিক মাথাটা নাড়ে।
সকাল বেলা কৃষক-চাষি
ফসল বেঁচে হাটে
সন্ধ্যা হলেই গল্প করে
শান বাঁধানো ঘাটে।
মিলেমিশে থাকি সবাই
কেউ কারো নয় পর
সুখে আছি,ভালোই আছি
হোক না কুঁড়েঘর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct