ঋণী
শেখ আব্বাস উদ্দিন
তোমার আকাশ থেকে
যদি আমাকে ধার দিতে এক খন্ড মেঘ,
কয়েকটা নক্ষত্রের ধ্বংসাবশেষ
আধখানা ধমকেতু আর উপগ্রহ কয়েকটা..
আমার ভূমি, মেঘের জলে পুষ্ট হত,
আলোময় হতো তোমার নক্ষত্রের আলোতে,
যদি কখনো রামধনু হয়ে দেখা দিতে
মেঘের ওপার থেকে,
তা হোত উপরই পাওনা।
ধারে পাওয়া হলেও বলতে পারতাম,----
“আমার কয়েক টুকরো মেঘ রঙা জমি আছে।”
আধখানা কালপুরুষ আর একটা মাত্র উপগ্রহ দিলে;
আমি হয়ে গেলাম চির ঋণী, তোমার কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct