সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রবিবারশ্ব নবী দিবস পালিত হবে সমগ্র বিশ্ব বিশ্বব্যাপী মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের। সেই উপলক্ষে বীরভূম জেলার প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে চার দিন ব্যাপী নানাবিধ সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত ৭ই অক্টোবর স্থানীয় মাদ্রাসা শাহবাজিয়া ও ঐতিহাসিক স্থান এমামবাড়া প্রাঙ্গণ থেকে শুরু হয় সাফাই অভিযান। মাদ্রাসা, স্কুল,হাসপাতাল সহ বিভিন্ন রাস্তা এলাকা পরিস্কার ও আবর্জনা মুক্ত করা হয়। সেই সাথে স্থানীয় রাজনগর হাসপাতালের অন্দর বিভাগে ভর্তি রত রোগী ও বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা ব্যক্তি সহ স্টাফদের মধ্যে ফল, মিষ্টি বিতরণ করা হয়। শনিবার রাজনগর মাদ্রাসা শাহাবাজিয়া প্রাঙ্গণের মধ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান মহৎ দান এই উদ্দেশ্যে ব্রতী হয়ে এবং জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দূরীকরণের উদ্দেশ্যেই রক্তদান শিবিরের আয়োজন বলে উদ্যোক্তাদের অভিমত। এদিন রক্তদান শিবিরে রাজনগর এলাকার মোট ৭১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার মোহতাসিম আক্তার, রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাহে ইসলাম সমাজকল্যাণ সোসাইটির সভাপতি নাজমুল আলম খান, সম্পাদক আবুল ফজল খান, মাওলানা মোঃ শামসুল হক, রাজনগর রাজ পরিবারের অন্যতম সদস্য মহঃসফিউল আলম খান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দ। রবিবার শাহবাজিয়া মাদ্রাসা ও ঐতিহাসিক স্থান ইমামবাড়া প্রাঙ্গণে রাজনগর এলাকার বিভিন্ন মুসলিম অধ্যুষিত গ্রাম থেকে আগতদের নিয়ে শোভাযাত্রা বের হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct