নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: পীর আবু বক্কর সিদ্দিকী রহ-এর ছোট পুত্র পীর জুলফিক্বার সিদ্দিকী আলকোরায়েশী (ছোট হুজুর) রহ-এর ওফাত দিবস। তাই ফুরফুরা শরীফে ভক্ত মুরিদদের আগমন চোখে পড়ার মত। ছোট হুজুর পীর কেবলারই পৌত্র পীরজাদা আব্বাস সিদ্দিকী (ভাইজান) ২০১৬ সালে এই দিনে ধর্ম প্রেম, মানব প্রেম ও দেশপ্রেমে উদ্দেশ্যকে সামনে রেখে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত (এ) সংগঠনের প্রতিষ্ঠাতা করেন।পরবর্তীতে এই সংগঠন বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে দেশ ও দেশবাসীর মন জয় করে নেয়। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই সংগঠনটি সর্বদা তার ভালো কাজের মধ্য দিয়ে নিজের অস্তিত্ব জানান দিয়ে যায়। শনিবার ছোট হুজুর রহ-এর স্মৃতি সভা ও ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত (এ)-এর সপ্তম বার্ষিক অধিবেশনের আয়োজন করেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। এদিন সভাস্থলে সংগঠনের সদস্য, কর্মী ও ভক্তবৃন্দের ভিড়ে ঠাসা ছিল। অধিবেশন শুরু হয় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠন দ্বারা পরিচালিত হাওড়া জেলার অন্তর্গত ডাসী ডাসপাড়া সিদ্দিকিয়া কোরানিয়া মাদ্রাসার ওস্তাদ হাফেজ মাওলানা নাজিম উদ্দিন সাহেবর কেরাত পাঠের মধ্য দিয়ে। এরপর নাতে রাসুল (স:) পাঠ করেন আবু বক্কর ফাতেহী। এরপর পরই সংগঠনের সহ-সম্পাদক পীরজাদা বাইজিদ আমিন বক্তব্য রাখেন । ২০২২ সালে নিট-এ উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ায় ফুরফুরার গোলাম রসূলকে সম্মাননা প্রদান করেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। হেফজুল কোরআন শরীফ সিদ্দিকিয়া মাদ্রাসা ফারেগী ছাত্রদের তোহফা প্রদান করে সম্মাননা প্রদান করা হয়। ছোট হুজুর পীর কেবলার (রহ:) পুত্র পীর আলী আকবর সিদ্দিকী আলকোরায়েশী আখেরি মোনাজাত করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct