নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: দশমীর রাতে হাওড়ার ডোমজুড়ের পীরডাঙায় বস্তাবন্দি মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল সুরেশ সাউ (৪২) নামের এক রেল কর্মীর। শনিবার দুপুরে হাওড়ারই নিবড়া থেকে উদ্ধার উদ্ধার হয় ওই রেলকর্মীর কাটা মাথা। সূত্রের খবর, সুরেশকে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে মৃতের স্ত্রী রাজেশ্বরী সাউ, তার দিদির ছেলে গুড্ডু রাও ওরফে শেখর ও রেলকর্মীর নিজস্ব বাসের রক্ষণাবেক্ষণকারী কর্মী শেখ আফরোজ ওরফে মিঠুকে। এই ঘটনায় সুরেশের স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্কের প্রসঙ্গ উঠে এসেছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক ও টাকাপয়সা সম্পত্তি নিয়েই এই খুনের ঘটনা বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত দশমীর দিন ডোমজুড়ের সলপ এলাকায় সুরেশ সাউ নামের ওই যুবকের বস্তাবন্দি খন্ডবিখন্ড দেহ উদ্ধার হয়। বস্তার মধ্যে ছিলো না মাথা।এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে জগাছার বাসিন্দা ওই যুবকের নাম সুরেশ সাউ।দক্ষিণ পূর্ব রেলের কর্মী। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দুটি দূরপাল্লার বাস রয়েছে সুরেশের। সুরেশের বাস দেখাশোনা করত মিঠু নামের এক যুবক। সূত্রের খবর, মিঠুর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল সুরেশের স্ত্রীর। সুরেশের স্ত্রী সুরেশকে ছেড়ে চলেও যান বলে জানা গেছে। এছাড়া সুরেশের শ্যালিকার ছেলে শেখরের সঙ্গেও মিঠুর বন্ধুত্ব ছিল। পথের ‘কাঁটা’ সুরেশকে সরাতে মিঠু শেখরকে সঙ্গে নিয়েই খুনের ছক কষেছিল বলে জানা গেছে। শেখরের দুটি বাস ও সম্পত্তি হাতানো তাদের মূল উদ্দেশ্য ছিলো। সেইমতো সুরেশকে নিজের গ্যারেজে ডেকে এনে খুন করে অভিযুক্তরা।এরপর বস্তাবন্দি করে মৃতদেহ বাইকে করে নিয়ে গিয়ে ফেলে আসা হয়। মাথা ফেলা হয় অন্য জায়গায়। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct