আপনজন ডেস্ক: এবার চন্দ্রপৃষ্ঠে চাষাবাদের উদ্যোগ নিলেন বিজ্ঞানীরা! অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা আগামী ২০২৫ সাল নাগাদ চাঁদে ফসল ফলানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁরা এই অভিযান শুরু করেন। এই প্রচেষ্টা সফল হলে আগামী দিনে চাঁদকে পৃথিবীবাসীর উপনিবেশ করার কাজটা অনেকটাই এগিয়ে যাবে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদসংক্রান্ত জীববিজ্ঞানী ব্রেট উইলিয়ামস বলেন, বেরেশিট-২ নামের ইসরায়েলের একটি বেসরকারি চন্দ্রাভিযান প্রকল্পের মাধ্যমে ফসলের বীজ চাঁদে নেওয়া হবে। চন্দ্রযানটি অবতরণের পর এসব বীজ নির্দিষ্ট একটি জায়গায় রোপণ করে পানি দিয়ে পরিচর্যা করা হবে। এরপর বীজের অঙ্কুরোদগম ও বৃদ্ধি পর্যালোচনা করা হবে। ব্রেট উইলিয়ামস আরো জানান, উদ্ভিদ চাঁদের অতি শীতল বৈরী অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারে কি না এবং বীজ কত দ্রুত অঙ্কুরিত হতে পারে তা খতিয়ে দেখা হবে। গবেষণাটির জন্য অস্ট্রেলিয়ার একটি বিশেষ ধরনের ঘাস বেছে নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct