আপনজন ডেস্ক: কয়েক সপ্তাহ আগে মুক্ত হওয়া লিম্যান শহরে একটি বড় গণকবরের সন্ধান পেয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। তবে সেখানে কতটি মরদেহ রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। দোনেস্ক প্রদেশের পূর্বাঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো এ তথ্য নিশ্চিত করেছেন। কিরিলেনকো শুক্রবার টেলিগ্রামে জানান, রুশ সেনাদের হাত থেকে মুক্ত হওয়া লিম্যান শহরে একটি গণকবরের সন্ধান পেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয়দের তথ্যানুযায়ী, গণকবরে সেনা ও বেসামরিক লোক থাকার সম্ভাবনা রয়েছে। তবে কতজনকে হত্যার পর কবরস্থ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, জেষ্ঠ্য এক পুলিশ কর্মকর্তার বরাতে ইউক্রেনের বার্তা সংস্থার ভিন্ন এক প্রতিবেদনে জানা গেছে, গণকবরে ১৮০টি মরদেহ রয়েছে। দ্যা কিয়েভ পোস্ট জানায়, লিম্যানে একটি গণকবরের সন্ধান মিলেছে। সেখানে ১৮০টি মরদেহকে মাটিচাপা দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহ আগে দোনেস্ক অঞ্চলের লিম্যান শহরকে রুশ সেনাদের হাত থেকে মুক্ত করে ইউক্রেনের সেনারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct