আপনজন ডেস্ক: কে আসল শিবসেনা তা নিয়ে আদালতে মামলা চলছে। অন্যদিকে শিবসেনার প্রতীক তীর ধনুক প্রতীক কে পাবে তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে দরবার হয়। সেই আর্জিতে সাড়া দিল না নির্বাচন কমিশন। শনিবার এক অন্তর্বর্তীকালীন আদেশে নির্বাচন কমিশন জানিয়ে দিল আপাতত একনাথ শিন্ডে কিংবা উদ্ধব ঠাকরে— কোনও শিবিরই ব্যবহার করতে পারবে না তীর ধনুক শিবির। নির্বাচন কমিশন বলেছে, আন্ধেরি পূর্ব কেন্দ্রে উপনির্বাচনে দুটি গোষ্ঠীর কাউকেই তীর-ধনুক চিহ্নিত করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সোমবারের মধ্যে উভয় দলকেই জানাতে হবে আন্ধেরি পূর্ব উপনির্বাচনে তারা কোন প্রতীক ব্যবহার করবে। তার মধ্যে থেকে প্রতীক বাছাই করে দেবে কমিশন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct