সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: আগামী ৯ অক্টোবর রবিবার সমগ্র বিশ্বের পাশাপাশি বীরভূম জেলার লোকপুর থানা এলাকার মুসলিম অধ্যুষিত গ্রামগুলিতেও যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হবে বিশ্ব নবী দিবস। নবী দিব কে সামনে রেখে এলাকার বিভিন্ন স্থানে সামাজিক কর্মসূচি গ্রহণ তথা খাদ্য, বস্ত্র বিতরণ, ইসলামিক ক্যুইজ, তাৎক্ষণিক বক্তব্য, মসজিদে মসজিদে মিলাদ মেহেফিল অনুষ্ঠিত হয়। সেই সাথে বিভিন্ন গ্রাম থেকে বের হয় শোভাযাত্রা। পরে স্থানীয় থানার খন্নি গ্রামে বিরাজমান হজরত সৈয়দ শাহতাজ ওলীর মাজার শরীফ প্রাঙ্গণে জমায়েত হন এবং মিলাদ মেহেফিল ও দোয়া খায়ের করা হয়।
শুক্রবার সেই উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানার নতুন ভবন চত্বরে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় প্রশাসনিক কর্মকর্তা, এলাকার সমাজসেবী সহ বিভিন্ন গ্রাম থেকে আগত বিশ্ব নবী দিবস পালনকারী প্রতিনিধি বৃন্দদের মধ্যে। শোভাযাত্রা কোন কোন গ্রামে বের হয়,কোন পথ দিয়ে কোথায় যায় , কত লোকের সমাগম ঘটে,বাইক কতগুলো থাকবে ইত্যাদি তথ্য আদান-প্রদান হয় প্রশাসন ও বিশ্ব নবী দিবস পালনকারী কমিটির সদস্যদের সাথে। বিশ্ব নবীর যে বার্তা শান্তি, সেই শান্তি-শৃঙ্খলা যেন বজায় থাকে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মূলত আজকের বৈঠক। এ ছাড়াও আলোচনায় উঠে আসে যে, বিনা হেলমেটে মোটর বাইক চালানো এবং দুজনের বেশি বাইকে চাপানো নিষেধ বলে প্রশাসনের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে বার্তা দেন।এদিন শান্তি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক, লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, এএসআই আব্দুস সামাদ, আইনজীবী সুনিল কুমার সাহা,রাজায়ে মোস্তফা লোকপুর থানা কমিটির সভাপতি হাফিজ সামিউল খান,সহসভাপতি মৌলানা মহম্মদ নাজিমুদ্দিন আহমেদ,সমাজসেবী দীপক শীল ও উজ্জ্বল দত্ত সহ এলাকার মসজিদ এবং বিশ্ব নবী দিবস পালনকারী কমিটির সদস্যবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct