নাজিম আক্তার, চাঁচল: ক্রেতার ছদ্মবেশে হানা দিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো পুলিশ।ধৃত ব্যবসায়ীর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে চারটি পাইপ গান।বৃ হস্পতিবার মাঝরাতে মালদহের চাঁচলে চারটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিহারের কাটিহারের বাসিন্দা। ধৃত ব্যক্তিকে ১০ দিনের পুলিশি রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যাক্তির নাম সঞ্জীব মন্ডল(৪৬),বাড়ি বিহার রাজ্যের কাঠিয়ার জেলার আমেদাবাদ থানার ভারাটোলা এলাকায়। চাঁচল থানার মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বসন্তপুরের একটি লিচু বাগানে আগ্নেয়াস্ত্র পাচারের ছক কষছিল ওই ব্যক্তি। পুলিশ ক্রেতার ছদ্মবেশে গিয়ে ওই পান্ডাকে হাতেনাতে ধরে।
বিহার রাজ্য থেকে অস্ত্র এনে বাংলায় পাচার চক্র বহুদিন ধরে চালাচ্ছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।তবে এর সঙ্গে আরও সক্রিয় ব্যবসায়ীরা জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান। জিজ্ঞাসাবাদের পর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার ওই অস্ত্র ব্যবসায়ীকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। উল্লেখ্য, শারদীয়া উৎসবের দু দিন আগে চাঁচলের মহানন্দপুর অঞ্চলের কালিয়া পাড়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে চাঁচল থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct