আপনজন ডেস্ক: মায়ানমারে সামরিক অভ্যুত্থানের পর ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। আজ শুক্রবার সংস্থাটির বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে। গত বছর সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে সুচির দলের নেতাকর্মী ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী দলগুলো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct