আপনজন ডেস্ক: এ কেমন কাণ্ড! দল টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রওনা হয়ে যাবে সন্ধ্যায়। এর আগে খবর এল ব্যাটিং কোচ পদত্যাগ করেছেন, তিনি যাবেন না দলের সঙ্গে। ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের ক্রিকেটে। টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ক্রেগ আরভিন–সিকান্দার রাজারা বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানিয়েছে, ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার দলের সঙ্গে যাচ্ছেন না। হুট করে বিশ্বকাপের আগমুহূর্তে ক্লুজনারের দায়িত্ব ছেড়ে দেওয়া নিয়ে একটি বিবৃতি দিয়েছে জেডসি। সেখানে ক্লুজনার আর বোর্ডের পারস্পরিক সমঝোতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তারা লিখেছে, ‘তাঁর এজেন্ট জানিয়েছে, বিশ্বের অন্য কোনো জায়গার ক্রিকেটে জড়িত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লুজনার। যার ফলে তিনি জাতীয় দলকে পূর্ণ সময় দিতে পারবেন না।
জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় প্রথম ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি–টোয়েন্টি শুরু হবে। টুর্নামেন্টে ডারহাম ফ্রাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব নেবেন ক্লুজনার। জুলাইয়েই দায়িত্বটি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্লুজনার। আর দ্বিতীয় দফায় জিম্বাবুয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছিলেন গত মার্চে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct