আপনজন ডেস্ক: অনেক সময় আপনার মলদ্বার থেকে রক্ত পড়ে। সাধারণত এতে ব্যথা থাকে না। অনেকের মাংসপিন্ড ঝুলে পড়ে। অনেক সময় শুধু মাংস ঝুলে পড়ে এবং চুলকানি হয়। মলত্যাগে প্রচন্ড ব্যথা, জ্বালা যন্ত্রণা, পায়খানা গায়ে লেগে রক্ত যাওয়া বা টিস্যু পেপারে রক্ত দেখা এবং হাতে গেজের মত লেগে থাকাকে এলান ফিশার বলে।মাঝে মাঝে ব্যথা হওয়া, ফুলে যাওয়া, পুঁজ রক্ত পড়া, হাতের মধ্যে শক্ত কিছু একটা লাগাকে ফিস্টুলা বলে। আবার কোলনের ডান পাশে ক্যান্সার- পেটের ডান পাশে ও নীচে সাধারণত চাকা নিয়ে রোগীরা আসে। শারীরিক দুর্বলতা বেশি থাকে। কোলনের বাম পাশে- হঠাৎ খাদ্যনালী বন্ধ হয়ে পেট ফোলা নিয়ে এই রোগীরা আসে। বাম পাশের নিচের দিকে হলে পায়খানার সাথে মিশানো রক্ত নিয়ে রোগীরা আসতে পারে। অনিয়মিত পায়খানা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি উপসর্গ নিয়েও রোগীরা আসে। মল ত্যাগের সময় রক্তপড়া (পায়খানার সাথে মিশানো) মল ত্যাগের অভ্যাসের পরিবর্তন, ঘনঘন মল ত্যাগ, সব সময় মল ত্যাগের ইচ্ছা এবং মলদ্বার খালি না হওয়া ইত্যাদি উপসর্গই প্রধান। পুরাতন হলে মলদ্বারে ব্যথা, মাজার ব্যথা, পায়ে ব্যথা নিয়েও আসতে পারে। এগুলি কিন্তু ক্যান্সারের দিকে এগিয়ে যেতে পারে। তাই সময় মতো চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct