সুব্রত রায়, কলকাতা, আপনজন: কার্নিভাল জ্বরে ভুগতে শুরু করে দিয়েছে কলকাতা । আজ শনিবার সেই কার্নিভালে মেতে উঠবেন পুজো প্রেমীরা। কোভিডের ধাক্কা কাটিয়ে ২০১৯ সালের পরে আবারও কলকাতার রেড রোড বসতে চলেছে কার্নিভালের আসর। ৯৪টি পুজো কমিটি অংশ নেবে এই কার্নিভালে। আর সেই অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বেঁধে ফেলা হয়েছে রেড রোডকে। সেই সঙ্গে শুক্রবার রাত থেকেই রেড রোড তো বটেই আরও বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ নিয়ে বিশেষ নির্দেশিকা দিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। শনিবার যেহেতু কলকাতার একাধিক রাস্তা বন্ধ থাকবে তাই কার্নিভাল দেখতে আসা মানুষজনদের কাছে কিছুটা হলেও ভোগান্তি জুড়ে যাবে।শুক্রবার রাত ১২টা থেকেই বন্ধ করে দেওয়া হবে রেড রোড। শনিবার সকাল ৯টা পর্যন্ত তা বন্ধ থাকবে। তার পর দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ওই সময় থেকেই বন্ধ করে দেওয়া হবে লাভার্স লেন, ক্যুইন্সওয়ে, পলাশি গেট রোড ও ধর্মতলা র্যাম্প। দুপুর ১২টা থেকে এজেসি বোস রোড ধরে এক্সাইড মোড় থেকে হেস্টিংস মোড়, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত পণ্য বহনকারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জওহরলাল নেহরু রোড থেকে পশ্চিমমুখী মেয়ো রোডে শুধু মাত্র কার্নিভালের গাড়িকে ছাড় দেওয়া হবে। রেড রোডে কার্নিভাল দেখতে যারা পায়ে হেঁটে আসবেন তাঁদের এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউটট্রাম রোড, মেয়ো রোড ধরে যেতে হবে। যাঁরা ট্রাম, বাস বা মেট্রো করে কার্নিভাল দেখতে যাবেন, তাঁরা ধর্মতলা বা পার্ক স্ট্রিটে নেমে সেখান থেকে হাঁটা পথে রেড রোডে অনুষ্ঠানস্থলে পৌঁছতে হবে।
কার্নিভালের জন্য শহরের একাধিক জায়গায় নো পার্কিং বোর্ড লাগিয়ে দেওয়া হয়। শনিবার দুপুর ১২টা থেকে রানি রাসমণি অ্যাভেনিউ এবং ধর্মতলার মধ্যে গাড়ি রাখা যাবে না। পার্কিং নিষিদ্ধ চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোডে, ক্যুইন্সওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোডে। গাড়ি রাখা যাবে না হেয়ার স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট এবং আর এন মুখার্জি রোডে। আজ পার্কিং বন্ধ ওল্ড কোর্ট হাউস স্ট্রিটেও। এদিকে কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা কমলো। প্রথমে ঠিক হয়েছিল ১০০টি পুজো কমিটি তাঁদের প্রতিমা ও থিম সহ এই কার্নিভালে অংশ নেবে। কিন্তু নানা কারণে ৬টি পুজো কমিটি সরে দাঁড়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯৪টি পুজো কমিটি কার্নিভালে অংশ নিতে পারে বলেই জানা গিয়েছে। পাশাপাশি অসুস্থ থাকার জন্য ডোনা গাঙ্গুলী নিজে পারফর্ম করবেন না। তবে ডোনা গাঙ্গুলীর ডান্স গ্রুপ অনুষ্ঠান করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct