সুব্রত রায়, কলকাতা, আপনজন: শহরে ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। বৃহস্পতিবার একইদিনে দশম শ্রেণীর পড়ুয়া-সহ দু জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর জোড়া মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনিক কর্তাদের। বৃহস্পতিবার রাতে সায়ন হালদার নামে ডেঙ্গু আক্রান্ত এক কিশোরের মৃত্যু হয়েছে। ওইদিনই সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে অর্চনা দেবী নামে উত্তর প্রদেশের এক ২৯ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে।জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভা এলাকার দশ নম্বর ওয়ার্ডের ছাতাকল আমবাগানের বাসিন্দা সায়ন হালদার নামে এক দশম শ্রেণির পড়ুয়া ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ষষ্ঠীর দিন থেকেই জ্বরে ভুগছিল সায়ন। বৃহস্পতিবার ওই কিশোরের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর পরিবারের লোকজন প্রথমে তাঁকে দমদম পুরসভার হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা দেখে তাকে অন্যত্র ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর তার পরিবারের লোকজন ওই কিশোরকে নিয়ে যায় নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলেও তাঁরা ডেঙ্গু আক্রান্ত ওপি পড়ুয়াকে ভর্তি করতে রাজি হননি। অবশেষে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। ওইদিন রাত সাড়ে দশটা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ছাত্রের। এদিকে বৃহস্পতিবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে অর্চনা দেবী (২৯) নামে এক মহিলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত ওই মহিলা বুধবার থেকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এই নিয়ে রাজ্যে অন্তত ২৯ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল। গত ২৪ ঘন্টায় কেবলমাত্র দক্ষিণ ২৪ পরগনায় ৮৪ জন ডেঙ্গু পজিটিভ হয়েছেন। রাজ্য স্বাস্থ্য দফতরের অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানান, গত এক সপ্তাহে ৪ হাজার ৬৭৮ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭০১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct