আপনজন ডেস্ক: দীর্ঘ চার ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শুক্রবার আসানসোলের জেলে গিয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে টানা জেরা করে ইডির বিশেষ টিম। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করায় তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। উল্লেখ্য বর্তমানে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে জেলে রয়েছেন সায়গল হোসেন। সেই জেলবন্দি সায়গলকে এদিন আবার গ্রেফতার করল ইডির তদন্তকারীরা।ইডি সূত্রের খবর, গ্রেফতার করার পর সায়গল হোসেনকে আদালতে পেশ করার আবেদন করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত গরু পাচার মামলায় সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি থেকে ইডির বিশেষ টিম শুক্রবার আসানসোলে জেলে পৌঁছন। এদিন জেলের মধ্যে বীরভূমের কেষ্টকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে জেলে গিয়ে জেরা করার অনুমতি চেয়ে আগেই সিবিআইয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেই আবেদন মঞ্জুর করে। আদালতের নির্দেশের পর, শুক্রবার জেলে গিয়ে সায়গল হোসেনকে জেরা শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র গোয়েন্দারা। গরু পাচার মামলায় তদন্তে নেমে সিবিআই এর আধিকারিকরা অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছিল। এরপর সেই একই মামলায় তদন্তে নেমে এবার গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct