রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের সামসেরগঞ্জের একাধিক মণ্ডপে সম্প্রীতি স্টল করল সামাজিক সংগঠন জামায়াতে ইসলামী হিন্দ। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় মানবীয় বন্ধন ও ঐক্যকে দৃঢ় করতে সম্প্রীতি স্টল করেছে জামাআত। ষষ্ঠীর দিন থেকেই সামসেরগঞ্জের ধূলিয়ান বাজার এলাকায় শুরু হয় সম্প্রীতি স্টল। স্টলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, পরিস্রুত পানীয় জল, ওষুধ পত্রের পাশাপাশি রয়েছে অক্সিজেনের দেওয়ার ব্যবস্থাও। হিন্দু ভাই ও বোনদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন মানবীয় সম্প্রীতি মূলক লিফলেট, ইসলামী পুস্তিকা এবং পবিত্র কোরআনের বাংলা অনুবাদ। দুর্গা পুজোয় সাধারণ মানুষের ভিড়ের মাঝেই ইসলামের বাণী সকলের মধ্যে ছড়িয়ে দিতে জামায়াতে ইসলামী হিন্দের অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন বিদ্বজনেরা। এদিন ধূলিয়ানে দুর্গা মন্ডপের পাশেই আয়োজিত সম্প্রীতি স্টলে আসেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। জামায়াতের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আমিরুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct