আপনজন ডেস্ক: এবারের রসায়ন বিদ্যায় নোবেল প্রাইজের মূল বিষয় ক্লিক কেমিস্ট্রি। এ বছর এ পুরস্কার পেয়েছেন আমেরিকায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির প্রফেসর ক্যারোলিন বার্তোজ্জি, ক্রিপস রিসার্চের ব্যারি শার্পলেস এবং ডেনমার্কে কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের মর্টেন মেলডাল। এরমধ্যে শার্পলেসের এটি দ্বিতীয় নোবেল পুরস্কার। পুরস্কারের অর্থমূল্য এক কোটি সুইডিশ ক্রোনর (প্রায় ১০ লক্ষ ডলার)। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, উনবিংশ শতাব্দীতে এসে রসায়ন শুধু পরিণত হয়েছে বিক্রিয়ার বিজ্ঞানে। নানা পদার্থের পরমাণু থেকে অণু তৈরি করা। বিক্রিয়া মানে অণু-পরমাণু মিলিয়ে নতুন পদার্থ তৈরি করার নতুন কৌশলের নামই ক্লিক কেমিস্ট্রি।আমাদের চারপাশে অনেক জটিল অণু তৈরি হয়। তাদের মধ্যে এক বিস্ময় হলো জীবদেহের অণু। জটিল এসব অণু দেখে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীদের এ রকম নতুন অণু তৈরি করার ইচ্ছা জাগে। ২০০০ সালে শার্পলেস ক্লিক কেমিস্ট্রি আবিষ্কার এবং নামকরণ করেন। ইংরেজিতে একে স্টারটেড দ্য স্নোবল রোলিং বলা হয়। ক্লিক কেমিস্ট্রির ফলে বিভিন্ন অণু-পরমাণুর জোড়া দেওয়া সহজ হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct