আপনজন ডেস্ক: রেসি ফন ডার ডুসেনের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল আগেই। এবার আরেকটি ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। আঙুলের চোটে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোটে পড়েন প্রিটোরিয়াস। বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারবেন না এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান চিকিৎসক শুয়াইব মাঞ্জরা জানিয়েছেন, ‘এ ধরনের চোটে সাধারণত অস্ত্রোপচার প্রয়োজন হয়। দক্ষিণ আফ্রিকায় ফেরার পর ডোয়াইনকে একজন শল্যবিদের পরামর্শ নিতে হবে।’ ভারতের বিপক্ষে ওয়ানডে দলে প্রিটোরিয়াসের বদলি হিসেবে ডাকা হয়েছে পেসার মার্কো ইয়ানসেনকে। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন প্রিটোরিয়াস। এ বছর খেলা ৮টি টোয়েন্টিতে ২০.৬৬ গড়ে নিয়েছেন ১২ উইকেট। এ ছাড়া লোয়ার অর্ডারে ব্যাট হাতে কার্যকরী ভূমিকাও রেখেছেন। প্রিটোরিয়াসের বদলি হিসেবে বিশ্বকাপ দলে দেখা যেতে পারে পেসার মার্কো ইয়ানসেন বা অলরাউন্ডার আন্দিলে ফিকোয়াওকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct