এম মেহেদী সানি, মালবাজার, আপনজন: দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে হঠাৎ হড়পা বানে মৃত্যু হয়েছে কমপক্ষে আটজনের। বিসর্জন উপলক্ষে যখন বহু মানুষ নদী বক্ষে হাজির হয়েছিলেন, সেই সময় পাহাড়ের একাংশ ধসে জলের স্রোত প্রবলভাবে ধাক্কা মারে তাদেরকে। সেই হড়পা বানের তোড়ে নদীতে ভেসে যান প্রায় জনা ৪০ মানুষ। তারা আপ্রাণ চেষ্টা করলেও স্রোতের বিপরীতে অনেকেই শেষ রক্ষা করতে পারেননি। এর ফলে, কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। যদিও বহু মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্গাপূজার বিসর্জন দেখতে আসা মাল-এর তেসিমালা গ্রামের এক মুহাম্মদ মানিক নামে এক যুবক জীবনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়ে একাই প্রায় ১০জনকে উদ্ধার করেছেন। এছাড়া অন্যান্যরাও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করলেও এখনও বহু মানুষ নিখোঁজ। নিখোঁজদের সন্ধানে এনডিআরএফ কর্মীরা সন্ধান চালিয়ে যাচ্ছেন বলে জানিযেছেন জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু। পরিস্থিতি বিবেচনা করে মৃতদের প্রতি শ্রদ্ধায় ও শোকে রাজ্য প্রশাসন জলপাইগুড়িতে দুর্গাপূজার কার্নিভাল বাতিল করেছে। অন্যদিকে, মর্মান্তিক এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই নিহতদের পরিবার পিছু ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এর পাশাপাশি আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, হড়পা বান থেকে উদ্ধার করা ব্যক্তিদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে, এই মর্মান্তিক ঘটনার পর রাজ্য জুড়ে বিসর্জন নিয়ে জোর সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। দুর্গাপুজোকে ইউনেস্কোর দেওয়া স্বীকৃতি অনুযায়ী কার্নিভালের ব্যবস্থা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, হড়পা বান থেকে উদ্ধার করতে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ ঝাঁপিয়ে পড়েন। তাদের মধ্যে অন্যতম হলেন মাল-এর তেসিমালা গ্রামের যুবক মুহাম্মদ মানিক। অন্যান্য বন্ধুদের সঙ্গে বিসর্জন দেখতে হাজির হয়েছিলেন মানিক। কিন্তু চোখের সামনে একের পর এক মানুষকে জলের তোড়ে ভেসে যেতে দেখে তিনি আর চুপ করে থাকতে পারেননি। নিমেষেই প্রাণ বাজি রেখে ঝাঁপিয়ে পড়ের নদী বক্ষে। আর তারপর একে একে দশজনকে জীবিত উদ্ধার করেন একা মানিক। ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন মানিক। যদিও এই উদ্ধার করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। আঘাত পেয়েও প্রাণপণ চেষ্টা করে েগছেন মানুষদের রক্ষা করতে। তাদেরকে রক্ষা করা পর আহত মানিককে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তার সেই নদীতে ঝাঁিপয়ে পড়ে ডুবন্ত ব্যক্তিদের বাঁচানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িযে পড়ে। তাতে দেখা যায়, মরিয়া হয়ে ঝাঁপ দিয়ে নদী থেকে উদ্ধার করে পাড়ে তুলছেন ডুবন্ত ব্যক্তিদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct