হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর চ্যাট আরও সুরক্ষিত রাখতে সম্প্রতি নতুন নিরাপত্তা ফিচার যুক্ত হয়েছে। ফিচারটি হচ্ছে, ফেস আইডি কিংবা পাসওয়ার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রবেশ পদ্ধতি। কিন্তু এই নিরাপত্তা ফিচারটি বর্তমানে কেবল আইফোন ইউজাসদের জন্য।অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। যদিও অন্য একটি উপায়ের মাধ্যমে আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা সহজেই হোয়াটসঅ্যাপ চ্যাট লুকাতে পারবেন। এই কৌশলটি হচ্ছে, আর্কাইভ চ্যাট অপশন। এই ফিচারের মাধ্যমে চ্যাট লিস্ট থেকে যেকোনো চ্যাট লুকিয়ে রাখা যায়। গ্রুপ চ্যাট এবং ব্যক্তিগত চ্যাট- উভয় ধরনের চ্যাট লুকানো যায়। চ্যাট আর্কাইভ করা হলে তা চ্যাট লিস্ট ডিলিট করে দেয় না হোয়াটসঅ্যাপ। বরং চ্যাট লিস্ট থেকে অদৃশ্য করে দেয়।
চলুন জেনে নেওয়া যাক, কিভাবে এই ফিচার ব্যবহার করবেন--
১. প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। যে চ্যাট লুকাতে চাচ্ছেন সেটির উপরে ক্লিক করে হোল্ড করুন। টপ বার থেকে আর্কাইভ সিলেক্ট করুন।
২. হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। যে চ্যাট লুকাতে চাচ্ছেন সেটিকে ডানদিক থেকে বাঁদিকে সোয়াইপ করুন। আর্কাইভ সিলেক্ট করুন।
৩. হোয়াটসঅ্যাপ চ্যাটের তালিকা স্ক্রোল করে সবার নিচে পৌঁছে যান। সেখানে আর্কাইভ চ্যাট এর উপর ক্লিক করুন। যে চ্যাট দৃশ্যমান করতে চাচ্ছেন সেটির উপর ক্লিক করে কিছুক্ষণ হোল্ড করুন। এবার টপ বারে থাকা আনআর্কাইভ অপশন সিলেক্ট করুন।
৪. আইফোনে আর্কাইভ চ্যাটের তালিকা থেকে যে চ্যাট দেখতে চাইছেন, সেটিকে ডানদিক থেকে বাঁদিকে সোয়াইপ করুন। আনআর্কাইভ অপশন সেলেক্ট করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct