বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'র মতে, প্রতিবছর প্রায় ২১ লক্ষ মহিলা আক্রান্ত হন মারণরোগ ব্রেস্ট ক্যান্সারে। একই সাথে ক্যান্সারজনিত মহিলাদের মৃত্যুর কারণ হিসেবেও শীর্ষে এই মরণব্যাধী। শুধু ২০১৮ সালেই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় ৬ লক্ষ ২৭ হাজার মহিলা মৃত্যুবরণ করেছেন। আমেরিকার করা এক পরিসংখ্যানের দেখা গিয়েছে, সেখানকার মহিলাদের ৮ জনের মধ্যে ১ জন মহিলার জীবনের কোন না কোন পর্যায়ে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ছেন। বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসে, ব্রেস্ট ক্যান্সারের ভয়াবহতার একটি অন্যতম কারন হলো আর্থ-সামাজিক প্রেক্ষাপট, অজ্ঞতা, লজ্জা, দ্বিধা, সংকোচ। সমাজ থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হবার ভয়ে মহিলারা তাদের ব্রেস্ট ক্যান্সারের মতো মরণব্যাধীর কথা কারোর কাছে প্রকাশ করেন না। এমন কি চিকিৎসকের কাছে যেতেও দ্বিধাবোধ করেন। তাই চিকিৎসকদের পরামশ, নিয়মিত চেকআপ করানো উচিত। তাতে প্রাথমিক পযায়ে এই মারণরোগকে কাবু করা সহজ হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct