আপনজন ডেস্ক: কিডনি জটিলতায় গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর সঙ্গে ভারতীয় ওষুধ সংস্থার তৈরি কাশি ও ঠান্ডার দূষিত সিরাপের সম্পর্ক থাকতে পারে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই আশঙ্কার কথা জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রসংঘের এই সংস্থা হরিয়ানার ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মেডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে সঙ্গে নিয়ে বিষয়টি তদন্ত করছে। এ ছাড়া মেডেন ফার্মার পণ্যগুলো বাজার থেকে সরাতে সংশ্লিষ্ট দেশগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রতি একটি চিকিৎসা পণ্যসংক্রান্ত সতর্কতাও জারি করেছে ডব্লিউএইচও।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শীর্ষ সূত্রগুলো জানিয়েছে, ডব্লিউএইচও গত ২৯ সেপ্টেম্বর কাফ সিরাপ নিয়ে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়াকে (ডিসিজিআই) সতর্ক করে। সূত্রের খবর, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন তৎক্ষণাৎ বিষয়টি হরিয়ানা রেগুলেটরি অথরিটির কাছে তুলে ধরে এবং বিস্তারিত তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, হরিয়ানার সোনেপতের মেসার্স মেইডেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই কাফ সিরাপগুলি তৈরি করেছে। তারা আরও বলেন, এ মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী মনে হচ্ছে, প্রতিষ্ঠানটি এসব পণ্য শুধু গাম্বিয়ায় রফতানি করেছে। সংস্থার তরফে এখনও এই অভিযোগের জবাব দেওয়া হয়নি। সতর্কবার্তায় ডব্লিউএইচও আরও বলছে, মেডেন ফার্মার পণ্যগুলো অনানুষ্ঠানিক বাজারের মাধ্যমে অন্যত্রও সরবরাহ করা হতে পারে। তবে এখন পর্যন্ত শুধু গাম্বিয়াতে চিহ্নিত করা হয়েছে। প্রোমেথাজিন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কফ সিরাপ, মেকফ বেবি কফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ—এই চার পণ্যের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। ডব্লিউএইচও বলছে, ল্যাব বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে, এতে ‘অগ্রহণযোগ্য’ পরিমাণ ডাইথাইলিন গ্লাইকোল ও ইথিলিন গ্লাইকোল রয়েছে, যা খেলে বিষক্রিয়া হতে পারে। জুলাইয়ের শেষের দিকে গাম্বিয়ায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মারাত্মক কিডনি জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে শনাক্ত হতে থাকে। পরে গত মাসে শিশুদের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখার ঘোষণা দেয় দেশটির সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct