আপনজন ডেস্ক: এর আগে মঙ্গলবার জাপানের ওপর দিক্ষে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। ২০১৭ সালের পর প্রথমবার উত্তর কোরিয়া এ ধরনের ঘটনা ঘটাল। এ ঘটনার প্রতিক্রিয়ায় নিজেদের ক্ষমতা দেখাতে সামরিক মহড়ার আয়োজন করে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া। এদিন কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে আকাশ উড়ল চারটি ক্ষেপণাস্ত্র। এভাবে জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা জবাব দিয়েছে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার ভোরে জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরে দুটি করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই জলপথটি কোরিয়ান উপদ্বীপ ও জাপানের মাঝে অবস্থিত। একই সঙ্গে তারাএক বিবৃতিতে জানিয়ে দিল, দুটি করে ‘আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম' ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ছুঁড়েছে। এ ব্যাপারে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানান, উত্তর কোরিয়ার উস্কানির জবাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক সামর্থ্য দেখিয়ে দেওয়া ছিল এ প্রতিক্রিয়ার লক্ষ্য। জানা গিয়েছে, তাদের ছোঁড়া মিসাইলের কিছুক্ষণের মধ্যে দক্ষিণ কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। এর আগে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো জানিয়েছিলেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে উত্তর-পূর্ব জাপান অতিক্রম করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct