নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ছাত্র-যুবরাই দেশ ও জাতি গঠনের মূল উপকরণ। তাই ছাত্র-যুবদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশ সাধন তথা তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ইয়ুথ ফেডারেশনের পশ্চিমবঙ্গ জোনের পক্ষ থেকে গত ২-৪ অক্টোবর মুর্শিদাবাদ জেলার নূর মোহাম্মাদ স্মৃতি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল রাজ্যব্যাপী “স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম”। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ জন নির্বাচিত সদস্য এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। রাজ্য কমিটির সদস্য আব্দুল ওয়ালির দারসে কুরআনের মাধ্যমে প্রোগ্রামের শুভারম্ভ হয়। এরপর একে একে বিভিন্ন বিষয়ের উপর জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করা হয়। বিশেষ করে “হে যুবক! তুমিই ভবিষ্যতের কান্ডারি”, “নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে”, “বস্তুবাদের ঘেরাটোপে আজকের শিক্ষাব্যবস্থা” ইত্যাদি আলোচনাগুলি উপস্থিত শ্রোতাদের মন ছুঁয়ে যায়। পাশাপাশি “সভার মতে মোবাইল মেধা বিকাশের অন্তরায়” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় প্রতিযোগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার ফলে প্রোগ্রাম এক অন্য মাত্রা লাভ করে। এছাড়াও উপস্থিত ছাত্র-যুবদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের লক্ষ্যে তাৎক্ষণিক বক্তব্য প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, মেমোরি টেস্ট সহ একাধিক বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারি মোহাঃ জইদুর রহমান, ফাইন্যান্স সেক্রেটারি রিজওয়ান হোসেন, ক্যাম্পাস সেক্রেটারি মোহাঃ ফারুক হোসেন, রাজ্য কমিটির সদস্য শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। সংগঠনের রাজ্য সভাপতি আলমগীর হোসেনের বিদায়ী ভাষণের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct