আপনজন ডেস্ক: বুধবার সকালে ইউপির আগ্রা জেলার আর মধুরাজ হাসপাতালে একটি বিশাল অগ্নিকাণ্ডের ফলে ভর্তি রোগী এবং কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে হাসপাতালের অপারেটর ডাঃ রাজন সিং, তার ছেলে ঋষি ও মেয়ে শালু মারা গেছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ সদস্যরা।বর্তমানে রোগীদের বের করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ ভোরে মধুরাজ হাসপাতালের দোতলায় একটি কক্ষে রাখা ফোমের হাঁড়িতে আগুন লাগে। একই তলায় হাসপাতালের অপারেটর ডাঃ রাজন, তার বাবা গোপীচাঁদ, স্ত্রী মধুরাজ, মেয়ে শালু, ছেলে লাভী এবং ঋষি পাশাপাশি আত্মীয় তেজবীর ছিলেন। ভোর পাঁচটায় গোপীচাঁদ ও লাভির ঘুম ভাঙলে গদির ঘরে আগুন দেখতে পান।তিনি গদিগুলো বের করার চেষ্টা করলেন।ততক্ষণে আগুনের ধোঁয়া ভিতরের দিকে পৌঁছে গেছে।এদিকে ভিতরের গেট বন্ধ করে দেন ডা.এরপর পরিবারসহ ভেতরে আটকা পড়েন তিনি।ধোঁয়া নিচের হাসপাতালেও পৌঁছেছে।এদিকে ভর্তি হওয়া চার রোগীকে নিরাপদে বের করে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলকর্মীরা যখন পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।ডাঃ রাজন, তার মেয়ে শালু এবং ছেলে ঋষি, এই তিনজনের মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করা হয়েছে।বড় ছেলে লাভির অবস্থা আশঙ্কাজনক, মা মধুরাজ ওরফে রাজরানী শঙ্কামুক্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct