সেখ নুরুদ্দিন, কলকাতা, আপনজন: মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চলছে বেশ কয়েকমাস ধরেই বঞ্চিত আপার প্রাইমারি চাকুরী প্রার্থীদের বিক্ষোভ সমাবেশ। সরকার সদ্য আপার প্রাইমারীর জটিলতা কাটাতে কোর্টের নির্দেশে ৩০সে সেপ্টেম্বরে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।।তাতে গ্ৰীভেন্স প্রার্থীদের মধ্য থেকে ১৫৮৫ জনের নতুন করে ইন্টারভিউ নিতে সদিচ্ছা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেজন্য পূজোর ভিতরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আধিকারিকদের নিয়ে বেশ কয়েকবার বৈঠক করেছেন। বঞ্চিত আপার প্রাইমারী চাকুরী প্রার্থীদের দাবী -"তারা সকলেই প্রশিক্ষণ প্রাপ্ত। টেট পরীক্ষায় উত্তীর্ণ।যোগ্য চাকুরী প্রার্থী। সরকার তাদের দীর্ঘ আট বছর ধরে বঞ্চনা করেছে। পূর্বে প্রকাশিত মেধা তালিকায় অনেকের নম্বর বাড়িয়ে দেওয়ায় ঠাঁই হয়নি অনেক যোগ্য প্রার্থীদের। ২০১৬প্রকাশিত গেজেটকে মান্যতা দিয়ে আপডেট সিটে নিয়োগ করুক।" রাজধানীর রাজপথে আনন্দের দিনেও চোখে জল শিক্ষক চাকুরী প্রার্থীদের। আপার প্রাইমারীর চাকুরী প্রার্থীদের মঞ্চে এসে অভিযোগ শুনলেন । ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতেও শিক্ষাব্যবস্থা সুরক্ষিত রাখতেও আন্দোলনে সাথ দিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মহম্মদ সেলিম, ইন্দ্রজিৎ ঘোষ , শতরূপ ঘোষ এবং ওয়েব কোটা র প্রতিনিধি অধ্যাপিকা নন্দিনী মুখার্জি সহ বহু অধ্যাপক , বুদ্ধিজীবীরা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct