আপনজন ডেস্ক: বারাণসী ও মথুরার মসজিদের পর এবার বাদাউনের মসজিদ নিয়ে বিতর্ক। আদালতে আজ মঙ্গলবার বাদাউনের জামে মসজিদ-নীলকান্ত মন্দির মামলার শুনানি হবে। গত ১৫ সেপ্টেম্বর বাদীকে মামলার অনুলিপি প্রতিপক্ষকে দেওয়ার নির্দেশ দিলে পরবর্তী শুনানির জন্য ৪ অক্টোবর দিন ধার্য করা হয়। ব্যবস্থা কমিটি এই বিষয়ে তাদের পক্ষ উপস্থাপন করতে পারে, অন্যদিকে অখিল ভারত হিন্দু মহাসভা ইতিমধ্যেই এই বিষয়ে প্রমাণ দেওয়ার দাবি করেছে।বাদাউনের দেওয়ানী জজ সিনিয়র ডিভিশনের আদালতে নীলকন্ঠ মহাদেব বনাম জামে মসজিদের দাবি দাখিলের অনুমতি পাওয়ার পর, 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদাউনের দেওয়ানী আদালতে মামলাটি বিচার করা উচিত কি না সে বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল, যা নিয়ে জামে মসজিদের পক্ষ থেকে আপত্তি দাখিল করা হয়। তারা বলেন, মামলার কপি তারা পাননি। এই মামলায় আদালত নীলকান্ত মহাদেবের পক্ষের আইনজীবীদের মামলার কপি বিরোধীদের কাছে দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে নীলকান্ত মহাদেবের পক্ষের আইনজীবী আদালতে আপত্তি দাখিল করেন। এর পর আজএই মামলার পরবর্তী শুনানি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct