আপনজন ডেস্ক: গত সপ্তাহ দুয়েক ধরে জার্মানিতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৯৬ হাজার ৩৬৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। ফলে সরকার যে সতর্কবার্তা দিয়ে আসছিল তা পুরোপুরি সত্যি হতে চলেছে। গত সপ্তাহের তুলনায় সংক্রমণ দ্বিগুণ বাড়ায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলো ইতিমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে। ফলে আবার ফিরছে নির্দিষ্ট কিছু স্থানে মাস্ক পরার কড়াকড়ি। শনিবার থেকে জার্মানির সব দূরপাল্লার ট্রেনে ১৪ বছরের বেশি বয়সি সব যাত্রীকে এফএফপি২ মাস্ক পরতে হবে। অন্য গণপরিবহণ, অর্থাৎ লোকাল ট্রেন, বাস এবং ট্রামে অবশ্য যুক্তরাষ্ট্রের এন৯৫-এর সমতুল্য এই মাস্ক পরা এখনই বাধ্যতামূলক করা হচ্ছে না। সেসব যানবাহনে যাত্রীদের সার্জিক্যাল মাস্ক পরতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিমান এবং শিক্ষাপ্রতিষ্ঠানেও করোনা ভাইরাসের সংক্রমণ এড়ানোর বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিমানে যাত্রীদের ইউরোপের অন্যান্য দেশের বিমানে যে ধরনের মাস্ক পরতে হয়, সেই মাস্কই পরতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct