আপনজন ডেস্ক: অনলাইনে ই-কমার্স প্রতিষ্ঠান থেকে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড ওয়ানপ্লাসের ফোন অর্ডার করে সাবান পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মুম্বাইয়ের অশোক ভাম্বানি নামের এক গ্রাহক এমন অভিযোগ করেছেন। দুর্গাপূজা উপলক্ষে এখন চলছে দ্যা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। প্রতিবছরের মতো চলতি বছরেও এ উপলক্ষে ই-কমার্স প্রতিষ্ঠান তাদের সকল পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে। এ সুযোগে অনেক ই-কমার্স প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিচ্ছে। এবার প্রতারণার অভিযোগ পাওয়া গেল অ্যামাজনের বিরুদ্ধে।অশোক ভাম্বানি বলেন, অ্যামাজন ইন্ডিয়া ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ওয়ানপ্লাসের ফাইভজি ফোন অর্ডার করেছিলেন তিনি। ৫৫ হাজার টাকায় ফোনটি কেনেন তিনি। অর্ডার ডেলিভারির পাওয়ার পর, তিনি সাথে সাথে বক্সটি খুলেননি, নবরাত্রির উৎসবের জন্য অপেক্ষা করেন। ওই দিন বক্সটি খুলে ভেতরে দেখতে পান ৫ টাকা দামের তিনটি সাবান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct