আপনজন ডেস্ক: মুম্বাইভিত্তিক টিবালাজি পেট্রোকেম প্রাইভেট লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে জ্বালানি তেলের ব্যবসা থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই প্রথম ভারতীয় কোনো কোম্পানির বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, কোম্পানিটি ‘চীনে অব্যাহত চালান পাঠানোর’ অংশ হিসেবে লাখো ডলার মূল্যের জ্বালানি তেল কিনেছে। ইরানের তেল ও তেলজাত পণ্য বিক্রি সীমিত করতে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতিবদ্ধ, তা এক বিবৃতিতে আগেই জানিয়েছিলেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ব্রায়ান নেলসন। কারণ কয়েক মাস ধরে আলোচনা সত্ত্বেও তেহরান এখনো ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি কার্যকর করেনি। এরই ধারাবাহিকতায় ইরানের জ্বালানি তেল ও তেলজাত রাসায়নিক রফতানি বন্ধ করতে বৃহস্পতিবারই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এমনকি ইরানের তেল ও তেলজাত পণ্য বিক্রির সঙ্গে জড়িত চীন, সংযুক্ত আরব আমিরাত, হংকং, ভারত ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানিকেও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। সম্প্রতি ১১ দিন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সফরের শেষ দিন জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করে জ্বালানির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান চাহিদা ও জোগানের মধ্যে বিস্তর ফারাকের কথা জানিয়েছিলেন। কিন্তু তিনি দেশে ফিরতে না ফিরতেই ভারতকে দেয়া হোয়াইট হাউজের ‘লাল সংকেত’ জ্বালানি নিরাপত্তার প্রশ্নে একপ্রকার কুঠারাঘাত বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct