আপনজন ডেস্ক: কথা ছিল সিরিজের শেষ কয়েকটি ম্যাচ খেলবেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তবে বিশ্বকাপের আগে বাড়তি সতর্কতার জন্য ঝুঁকি নেননি। প্রয়োজনও পড়েনি অবশ্য, সহ-অধিনায়ক মঈন আলীর নেতৃত্বেই ৪-৩ ব্যবধানে সিরিজ জিতেছে ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে পাকিস্তানকে ৬৭ রানে হারিয়েছে মঈন আলীর দল। এশিয়া কাপের ফাইনালে বড় ব্যবধানে হারার পর সিরিজ নির্ধারণী আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করতে পারল না বাবর আজমের দল। বিশ্বকাপের আগে যা নিঃসন্দেহে বাবরদের দুশ্চিন্তা হয়েই থাকবে। আগে ব্যাট করে ডেভিড ম্যালান ও হ্যারি ব্রুকের দুর্দান্ত ইনিংসে ৩ উইকেটে ২০৯ রান করে ইংল্যান্ড। তাড়া করতে নেমে পাকিস্তান থেমে গেছে ৮ উইকেটে ১৪২ রান তুলেই। ১৭ বছর পর পাকিস্তানে সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। ঐতিহাসিক সে সিরিজটাও হয়েছে মনে রাখার মতো। লাহোরে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে বিশ্রামে থাকলেও চলতি সিরিজে দলের সেরা বোলার হারিস রউফ ও সেরা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে নিয়েই একাদশ সাজিয়েছিল পাকিস্তান। ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ফেরেন ৮ বলের মধ্যে। গত ম্যাচে বড় ইনিংস খেলা বাবর ক্রিস ওকসের বলে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ফেরেন প্রথম ওভারেই। এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া রিজওয়ানও এদিন ফেরেন শুরুতেই, ইনিংসের দ্বিতীয় ওভারেই রিস টপলির শিকার হয়ে। খুশদিল শাহ ও শান মাসুদ পাকিস্তানকে পথ দেখানোর চেষ্টা করেন। তবে তাদের ৪৩ বলে ৫৩ রানের জুটি ২১০ রানের লক্ষ্যে যথেষ্ট ছিল না। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন আসিফ আলীও। কিন্তু তাতে পাকিস্তানের হার আটকায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct