হাকিমুল ইসলাম, মক্কা: সৌদি আরবে উমরাহ করতে গিয়ে এক বাস দুর্ঘটনার শিকার হল পশ্চিমবঙ্গ থেকে যাওয়া একদল যাত্রী। পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৮২ জনের এক দল দুটি বাসে উমরাহ সফরে মক্কা থেকে তায়েফে জিয়ারতের জন্য বেরিয়েছিলেন বাসে করে। জিয়ারত সেরে একটি বাস ফিরে এলেও আর একটি বাস ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আহত হন অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসেসিয়েশনের সম্পাদক তথা পীরজাদা সৈয়দ রুহুল আমীন। তার সঙ্গে তার পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে শুধু পীরজাদা রুহুল আমীন বা তার পরিবারের লোকজনই শুধু আহত হননি, আরও অনেকে আহত হয়েছেন। যদিও সবচেযে বেশি আহত হয়েছেন পীরজাদা রুহুল আমীন। তিনি এখন তায়েফের হাসাপাতালে চিকিৎসাধীন। তাবে আঘাত গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। কয়েকজনের হাত ভেঙে গিয়েছে। কয়েকজনের কলার বোন ভেঙে গিয়েছে। মোটজন সাতজন আহত হযে হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা মক্কায় ফিরে এসেছেন। জানা গেছে, এই ৮২ জনের মধ্যে ফুরফরা শরীফ থেকে আগতরাই বেশি। এদের বুধবার ,মদিনায় যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে সূচি পরিবর্তন করতে হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct