আপনজন ডেস্ক: ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে সংঘর্ষ ও পদদলিত হয়ে ১২৫ জনের প্রাণহানির ঘটনায় ক্ষমা চেয়েছে ইন্দোনেশীয় সরকার। ঘটনাটির বিষয়ে যথাযথ তদন্ত এবং ভুক্তভোগীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি। ইন্দোনেশিয়ার ক্রীড়া ও যুব মন্ত্রী জয়নুদিন আমালি স্থানীয় সম্প্রচারমাধ্যম কমপাসকে বলেছেন, এ ঘটনার জন্য আমরা দুঃখিত... এটি আমাদের ফুটবলকে এমন সময়ে ‘আহত’ করেছে, যখন সমর্থকরা স্টেডিয়ামে গিয়ে ফুটবল ম্যাচ দেখতে পারেন। আমরা ম্যাচের আয়োজন ও সমর্থকদের উপস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করবো। আমরা কি ম্যাচে সমর্থকদের উপস্থিতি আবারো নিষিদ্ধ করার দিকে যাবো? সেটাই আলোচনা হবে। ইন্দোনেশিয়ায় চরম প্রতিদ্বন্দ্বিতার জেরে আগেও বহুবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবারের (১ অক্টোবর) ট্রাজেডির পর ইন্দোনেশিয়ায় লিগা ১-এর পরবর্তী সব ম্যাচ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যতদিন এ সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়ন শেষ না হয়, ততদিন এসব ম্যাচের আয়োজন বন্ধ থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct