সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, কলকাতা: শারদীয়া দুর্গোৎসকে কেন্দ্র করে মেতে ওঠেন সকল সাধারণ মানুষ। পুজোর কটা দিন আনন্দ উচ্ছ্বাসে কাটাবে বলে একটা বছর অপেক্ষা করে থাকতে হয় সকলকে । বাঁকুড়া জেলায় থিম বনাম সাবেকিয়ানা সকল পুজোই সাধারণ মানুষদের নজর কারে । বাঁকুড়া জেলার বেশ কিছু পারিবারিক পুজো রয়েছে সেগুলিও সাধারণ মানুষদের বেশ নজর কারে । এর মধ্যে অন্যতম বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের সরকার বাড়ির দুর্গাপুজো । এবারে তাদের পুজো সপ্তম বর্ষে পদার্পণ করল । তবে শুধুমাত্র সরকার বাড়ি নয় আশেপাশের বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষরা এই পুজোকে কেন্দ্র করে পুজোর কটা দিন আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন । পূর্ব পুরুষদের দেখানো প্রাচীন রীতিনীতি মেনে পুজোর আয়োজন করে থাকেন সরকার পরিবার । কর্মসূত্রে দেশে-বিদেশে থাকলেও পুজোর কটা দিন সকলে একত্রিত হন । সরকার বাড়ির পুজোতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে । পাশাপাশি দশমীর দিন অন্য সেবা করানো হয় সাধারণ মানুষদের । সরকার পরিবারের এই পুজো যেন আশেপাশের বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের বাড়ির পুজো হয়ে উঠেছে । পুজোর কটা দিন বাড়ির মেয়েরা অত্যন্ত ব্যস্ত থাকেন । পুজোর সমস্ত প্রয়োজনীয় উপকরণ জোগাড় বাড়ির মেয়েরাই করে থাকেন এটাই তাদের পরিবারের বিশেষত্ব । সরকার পরিবারের এক সদস্য চঞ্চল সরকার বলেন , পূর্ববঙ্গে থাকতে পূর্বপুরুষরা দুর্গাপুজো করতো কিন্তু এখানে সেভাবে পূজা করা হয়ে ওঠেনি । তবে পূর্বপুরুষদের দেখানো পথে এখানে আমরা পরবর্তী সময়ে পূজো শুরু করি এবারে আমাদের পূজা সপ্তম বর্ষে পদার্পণ করলো । পরিবারের সকলেই পূজোর কটা দিন একত্রিত হয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠি এবং আশেপাশের গ্রামের মানুষরাও আমাদের পরিবারের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান পূজোর কটা দিন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct