আজিম শেখ, বীরভূম, আপনজন: সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠন ২০১৮ সাল থেকে সর্বদা সমাজ মুলক কাজের সঙ্গে যুক্ত হয়ে আসছে। কোনো সময় মুমূর্ষ রুগীর পাশে দাঁড়ানো, প্রতি বছর ঈদ ও পূজো উপলক্ষে নতুন পোশাক তুলে দিয়ে আসছে।এবছর শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রায় ১০০০ মানুষের জন্য নতুন বস্ত্রের আয়োজন করা হয়েছে ইতি মধ্যেই ১০০ ছাত্র ছাত্রীদের ফ্রি টিউশন চালু করেছে দুঃস্থ ছাত্র ছাত্রীদের জন্য এই সংস্থা প্রথম দিন মঙ্গলবার সাগরদীঘি এস এন হাইস্কুল মাঠে প্রায় ৩৫০ জনের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদীঘি থানার অফিসার প্রিয়তোষ রাজপুত, ইনসান আলী, প্রভাষ বিশ্বাস, সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ স্বরবিনদু বাগ,ডাঃ দেবজ্যোতি রায়,সাগরদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান জিতু দাস, উপপ্রধান আব্দুল লাইল বাকির, সমাজসেবী রবিন দত্ত, সচিব পাল, অরুপ মন্ডল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct