মোল্লা মুয়াজ ইসলাম, রায়না: জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা সম্পা ধারার উদ্যোগে শ্যামসুন্দর ফুটবল মাঠে ১২০০ জন দুস্থ অসহায় ব্যক্তিকে পূজো উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। এর সঙ্গে বিধায়িকার তহবিল থেকে তিনটি অ্যাম্বুলেন্স ও প্রদান করা হয় । এই বস্ত্র বিতরণ ও আম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের কৃষি মৎস্য প্রাণী সম্পদ উদ্যান পালন উপদেষ্টা প্রদীপ মজুমদার, দক্ষিণ বঙ্গের রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী, রায়নার ওসি পুলক মন্ডল, সমাজসেবী অসীম পাল ,বামদেব মন্ডল, জুলফিকার আলী খান সহ অনেক বিশিষ্ট অতিথিরা ।
এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রদীপ মজুমদার মা মাটি মানুষের মহানায়িকা মমতা ব্যানার্জির ভূয়সি প্রশংসা করেন । তিনি বলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নত বাংলা গড়ে উঠছে ও গোটা দেশের মধ্যে বাঙলা অনেক বিষয়ে এগিয়ে আছে ।অনুষ্ঠানের মূল উদ্যোক্তা রায়নার বিধায়িকা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধারা বলেন সারা বছর ধরে তারা মানুষের সঙ্গে থাকেন । তিনি বিধায়িকা হওয়ার পর থেকেই রায়নার উন্নয়নের সামিল হয়েছেন। আজ এত মানুষকে বস্ত্র বিতরণ করতে পেরে খুবই ভালো লাগছে। এই এলাকায় চিকিৎসা পরিষেবার স্বার্থে তিনটি অ্যাম্বুলেন্স মানুষের উপকারে আসবে বলে জানান। বৃষ্টিকে উপেক্ষা করে এই অনুষ্ঠানে মানুষের ঢল নামে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct