বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: পুজোয় একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত। কিন্তু প্রথম থেকেই ব্যতিক্রমী ভাবনা নিয়ে দূর্গাপুজোয় ব্রতী হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার আমরা সবাই সরিষা আশ্রম মোড় দুর্গাউৎসব কমিটির উদ্যোক্তারা। তারা তাদের পুজোর চিন্তা ভাবনা থেকে শুরু করে উদ্বোধনেও রেখেছে ব্যাতিক্রমি ও ভিন্ন ভাবনা। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষে হিন্দু ও মুসলিম উভয় মিলে এই দুর্গা পূজায় উপস্থিত থেকে পরিচালনা করেন। ষষ্ঠীর সন্ধ্যায় তারা তাদের ৫৫তম বর্ষ পুজো মণ্ডপের উদ্বোধনে উপস্থিত ছিলেন এসডিপিও মিতুন কুমার দে, স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, এসডিও অঞ্জন ঘোষ,২নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,সরিষা আমরা সবাই দূর্গাপূজা কমিটির সভাপতি তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক,শমীক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা, পীযুষ কান্তি প্রামাণিক, চয়ন বৈদ্য, মইদুল ইসলাম, বিমলেন্দু বৈদ্য অঞ্চল প্রধান তাপস সহ আরো অনেকে। এদিন ফিতে কেটে ও প্রদিপ প্রজ্জ্বলনের মাধ্যমে ৫৫তম বর্ষ দূর্গা পুজোর সূচনা করা হয়। পাশাপাশি পুজো কমিটির পক্ষ থেকে তারা বলেন, আমরা ধর্মীয় বিদ্বেষ না করে সবাই একত্রিত হয়ে এই দুর্গাপূজার আয়োজন করে থাকি। পাশাপাশি শহরের বুকে সংগঠন নিরলস ভাবে সামাজিক কাজ করার সাথে সর্বদা সজাগ থাকা হয়। হিন্দু ও মুসলিম একত্রিত হয়ে ভিন্ন ভাবনায় পুজোর সূচনা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct