সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকা জলঙ্গির চোয়াপাড়া আমরা কজন দুর্গাপুজো কমিটির উদ্যোগে রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আর সেই লক্ষ্মীর ভান্ডার অনুকূলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ আর সেই পুজোর উদ্বোধন ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শুক্রবার সন্ধ্যায় জলঙ্গি বিডিও শোভন দাস,ওসি সৌম্য দে,১৪১ নং বিএসএফ আধিকারিক সহ পঞ্চায়েত প্রধান রাকিবুল ইসলাম,পূজো কমিটির সদস্য মোহিত কুমার দেবনাথের উপস্থিতে ফিতে কেঁটে প্রদীপ জ্বেলে দুর্গ পুজোর উদ্বোধন করেন। মোহিত দেবনাথ বলেন জেলার অন্যতম পুজো কমিটি যেখানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলে কমিটি করা হয়েছে আর তাদের উদ্যোগে রাজ্য সরকারের প্রকল্প গুলো মণ্ডপের মাধ্যম তুলে ধরা হয়েছে। অন্যতম সদস্য রাকিবুল ইসলাম বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে দুর্গ পুজো করা হয় এখানে। পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান পুজো কমিটির সদস্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct