আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্টে ফের স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ১০ অক্টোবর পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার এমনই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।শুক্রবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের (CBI) আইনজীবী দাবি করেন, মানিক ভট্টাচার্য দুর্নীতির কিংপিন। উভয়পক্ষের সওয়াল জবাব শুনে এদিন দেশের শীর্ষ আদালত জানায়, আগামী ১০ অক্টোবর পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। উল্লেখ্য এর আগে বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মানিকের বিরুদ্ধে শুক্রবার পর্যন্ত কড়া ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দেশের সর্বোচ্চ আদালত জানায়, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত চলবে তবে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। উল্লেখ্য মঙ্গলবার দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, বুধবার পর্যন্ত মানিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না সিবিআই। এরপর সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে গত মঙ্গলবারই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই দিন রাত ৮টার মধ্যে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এমনিক তদন্তে অসহযোগিতা করলে সিবিআই মানিককে নিজেদের হেফাজতেও নিতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের পর সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পান মানিক ভট্টাচার্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct