সুব্রত রায়, কলকাতা, আপনজন: পুজোর মুখে রেকর্ড সংখ্যক যাত্রী কলকাতা মেট্রোতে। দৈনিক আয়ের অঙ্ক ছুঁল এক কোটি টাকা। দক্ষিণেশ্বর ও কবি সুভাষ মেট্রো লাইনে এমন রেকর্ড ভিড় হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে।২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণেশ্বর ও কবি সুভাষ মেট্রো শাখায় যাত্রী হয়েছে ৭ লাখ ১০ হাজার। ২৮ সেপ্টেম্বর যাত্রী হয়েছে ৬ লাখ ৭০ হাজার। এক দিনে আয়ের হিসাব ১ কোটি টাকা ছুঁয়েছে। শুধু দক্ষিণেশ্বর – কবি সুভাষ শাখায় নয়, যাত্রী বেড়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ- সল্টলেক সেক্টর ফাইভ রুটেও। এই শাখায় ২৮ সেপ্টেম্বর যাত্রী হয়েছে ৪২ হাজার, ২৯ সেপ্টেম্বর যাত্রী হয়েছে ৪২৭০০। এর আগে ২০২০ সালে এমন ভিড় হয়েছিল। ২০২০ সালের জানুয়ারি মাসে রেকর্ড ভিড় হয়েছিল। অন্যদিকে দীর্ঘদিন পরে মেট্রোতে যাত্রীর সংখ্যা বাড়ায় খুশি মেট্রো রেলের কর্তারা। দৈনিক যাত্রী সংখ্যার নিরিখে চলতি বছরের জুন মাসে এক বার পাঁচ লাখের গণ্ডি পেরিয়েছিল কলকাতা মেট্রো। তার আগের কয়েক মাসে যাত্রী সংখ্যা চার থেকে পাঁচ লাখের মধ্যে ঘোরাফেরা করেছে। অন্যদিকে শুক্রবার পঞ্চমী এবং শনিবার ষষ্ঠীর দিনে সকাল ৬টা ৫০ মিনিটের বদলে সকাল ৮টায় শুরু হবে মেট্রো পরিষেবা। মেট্রো চলবে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত। তবে, পঞ্চমী এবং ষষ্ঠীর দিন ভিড় বুঝে অতিরিক্ত ট্রেন চালানোর জন্য মেট্রো কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানানো হয়েছে। আগামী রবিবার থেকে পুজোর সময় সূচি মেনে মেট্রো চালানো হবে। ওই দিন দুপুর ১টা থেকে মেট্রো চালু হবে। ভোর ৫টা পর্যন্ত পরিষেবা চালু থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct