অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: উত্তরের রোববার ও সোনারপুর কাব্য মঞ্চের যৌথ উদ্যোগে বালুরঘাটের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে প্রকাশিত হলো ছোটদের জন্য তিনটি নাটক সমন্বিত “ছোটদের নাটক “ বইটি। বর্নালী স্মরণ সভা’র সাহিত্য পাঠের আসরে প্রকাশিত হয় বিশিষ্ট শিক্ষক রাজিব দাসের এই বইটি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক ও ইতিহাসবিদ ড. হিমাংশু কুমার সরকার, ড. সমিত সাহা, ড. সুমিত ঘোষ, স্বপন কুমার বিশ্বাস, বাংলাদেশের কবি মাজেদ হোসেন, উত্তরের রোববার এর কর্ণধার বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা, সঙ্গীত শিল্পী বিপ্লব সাহা, বিভাষ রায় ও বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক প্রমুখ। নতুন প্রজন্মের কবি মামনি সরকারের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এদিন।অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি সূরজ দাস। পাশাপাশি এদিন রাধামোহন মহন্ত স্মৃতি সম্মাননা প্রাচ্য ভারতী বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রদান করা হয় বিশিষ্ট সমাজসেবী স্বপন কুমার বিশ্বাস কে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct